মুহম্মদ তরিকুল ইসলাম,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় মহামারী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়াদের ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের চারশত জন পুরুষ ও মহিলাকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। ২০মে/২০২০ বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরের সামনের জায়গায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুল হক, ইউপি সচিব মো. আলোপ্তগীন মুকুল, ইউপি চেয়ারম্যান মো. তারেক হোসেন , ট্যাগ অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলী হোসেনসহ ইউপি সদস্য, সাংবাদিক ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ কর্মসূচির মাধ্যমে জানা যায়, ইউপি সচিব আলোপ্তগীন মুকুল-এর উদ্যোগে ইউপি চেয়ারম্যান তারেক হোসেন শুভেচ্ছান্তে মানবিক খাদ্য সহায়তা প্রাপ্ত ব্যক্তির জন্যে কার্ডের পদ্ধতি তৈরি করেন এবং দু’দফায় বিতরণের জন্যে কার্ড একদিন আগেই মানবিক সহায়তা প্রাপ্ত ব্যক্তির বাড়ি বাড়ি পৌছে দেয়ার সু-ব্যবস্থা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া বুড়াবুড়ি ইউনিয়নের চারশত জনকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল প্রতিজনের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরোও বলেন, মানবিক খাদ্য সহায়তা বিতরণের যে কার্ডটি তৈরি করা হয়েছে, সেটি বিতরণ কার্যক্রমের বিশেষ সুবিধা হয়েছে। এতে কারো বিকল্প কোন পদ্ধতির সুযোগ নেই বললেন তিনি।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
- » শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
- » নোয়াখালীতে বিবস্ত্র করে চিকিৎসক ও গৃহবধু নির্যাতন, গ্রেপ্তার-৫
- » রামগঞ্জ পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় এগিয়ে আ.লীগ!!
- » নার্সিং কোর্স পরিচালনায় মেডিকেল টেকনোলজি বোর্ড গঠনের দাবি
- » ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ আ’লীগের ৩ বিএনপি একক
- » মোংলা পোর্ট পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ আব্দুর রহমান
- » বাগেরহাট পৌর নির্বাচনে মোট ৩৬ জনের মনোনায়ন পত্র জমা
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে মনোনায়ন পত্র জমা দিলেন তালুকদার রিনা সুলতানা
- » ব্যাপক ভোটার উপস্থিতি সরকার ও নির্বাচন ব্যবস্থার উপর আস্থারই বহিঃপ্রকাশ