মোস্তফা মহসিন,(নোয়াখালী) : নোয়াখালীতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।মানা হচ্ছেনা লকডাউন ও সামাজিক দৃরত্ব বজায় রাখার নিয়ম।গত একদিনে ২২৫টি নমুনা পরীক্ষায় আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বেগমগঞ্জে ৪৩জন, সেনবাগে ১জন, চাটখিলে ৫জন। এনিয়ে জেলায় এপর্যন্ত ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদিকে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার অনুমতি দেয়া হলেও ক্রেতা বিক্রেতা কেউ তা মানছেনা। জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনীসহ বিভিন্ন হাটবাজারে বেড়েছে জনসমাগম।বিশেষ করে জেলার গ্রামাঞ্চলের হাটবাজারগুলোতে জনসমাগম বেশী। নোয়াখালীতে সবচেয়ে বেশী করোনা ঝুঁকিতে রয়েছে জেলার প্রধান বানিজ্য কেন্দ্র চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলা। মাস্ক ছাড়াই রাস্তাঘাটে ও হাটবাজারে চলাচল করছে অনেকেই।স্বাস্থ্যবিধি মেনে না চলায় এবং জেলায় প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার সকল বিপনিবিতান ও মার্কেট বন্ধ ঘোষনা করে পুরো জেলায় পুনরায় লকডাউন ঘোষনা করলেও গ্রামাঞ্চলে তা মানা হচ্ছেনা। সোমবার সকালে জেলা সিভিল সার্জন অফিস সৃত্র জানায়, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছে।যার মধ্যে জেলায় মারা গেছে এ পর্যন্ত ৪ জন। আক্রান্তদের মধ্যে জেলার বেগমগঞ্জে ১০৪ জন, সদরে ১৬ জন, সোনাইমুড়িতে ১৩ জন, হাতিয়ায় ৫ জন, সেনবাগে ২ জন, চাটখিলে ১৬ জন, কবিরহাটে ১২ জন, কোম্পানীগঞ্জ উপজেলায় ৫জন ও সুবর্নচর উপজেলায় ১জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪ জন। জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ১৩৩ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। এপর্যন্ত ১৭জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন । শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়ীতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয় এবং তা পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাভে পাঠানো হয়। গত ২৪ ঘন্টায় ৩০৬ জনের নমুনা পাঠানো হলেও ২২৫টি নমুনা পরীক্ষার ফলাফলে ৪৭জন প্রজেটিভ ও ১৭৮ জনের নেগেটিভ। জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন ১৫৩ জনের মধ্যে সদরে ১০জন, বেগমগঞ্জে ৯৮জন, সোনাইমুড়িতে ১০জন, কবিরহাটে ৯জন, চাটখিলে ১৩জন, হাতিয়ায় ৫জন, কোম্পানীগঞ্জে ৫জন, সেনবাগে ২জন ও সুবর্নচর উপজেলার ১জন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » চীন-মালয়েশিয়ার কাতারে পৌঁছে গেছে বাংলাদেশ : অর্থমন্ত্রী
- » আজকের যে বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধু একদিনে হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- » বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি দূরদর্শিতার ফসল : পররাষ্ট্রমন্ত্রী
- » ২১ মার্চ ঢাকা প্রেস ক্লাবের মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে জরুরী সভা অনুষ্ঠিত
- » কুষ্টিয়ায় র্যাববের এক মাসে অভিযানে ৩২টি মামলা ও বিপুল পরিমান মাদকসহ ৪১ জন গ্রেফতার
- » যুক্তরাষ্ট্রের নেতারা আলজাজিরা প্রসঙ্গ তোলেননি : পররাষ্ট্রমন্ত্রী
- » ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ড. কামালের
- » মঠবাড়িয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন
- » প্রধান মন্ত্রীর সঠিক নের্তৃত্বের কারণে দেশ আজ মধ্যম আয়ে উন্নত হয়েছে : তথ্যমন্ত্রী
- » সৈয়দপুর পৌরসভা নির্বাচনে কেন্দ্রে ২ কাউন্সিলরপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত