পাটকেলঘাটা(সাতক্ষীরা) সংবাদদাতা:সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নে রাতারাতি ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙা গ্রামের মৃত হাজের মোড়ল এর পুত্র আতিয়ার মোড়ল বাদী হয়ে শুক্রবার(১৫ মে) পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মে গভীর রাতে কাশিয়াডাঙ্গা গ্রামের আনছার মোড়ল, কালাম মোড়ল, মোছল উদ্দীন মোড়ল, ময়জুদ্দিন মোড়ল, সোহরাব মোড়ল, আহছান উল্লাহ, এস.এম সেলিম হাসান, মফিদুল ইসলাম, মোশারফ মোড়ল আমার ভোগদখলীয় জমি(যাহার তপশীল: থানা- পাটকেলঘাটা, মৌজা-খলিষখালী, সি.এস খতিয়ান নং-২৪৭, ডি.পি খতিয়ান নং- ৩২০৩, সাবেক দাগ নং- ১১৭, হাল দাগ নং- ১১৫, জমির পরিমাণ- ১৫ শতক) জবর দখল করে সেখানে একটি ঘর নির্মান করে। আমি সেখানে বাধা দিতে গেলে তারা আমাকে খুন জখম করার হুমকি দিয়ে আমাকে তাড়িয়ে দেয়। আমি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিকে নিয়ে বিষয়টা নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হয়ে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ করেছি।
আতিয়ার মোড়ল জানান, আসামীপক্ষের বিরুদ্ধে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করিলে আমার পক্ষে রায় দেওয়ায় আসামীপক্ষ আমার ভোগ দখলীয় তপশীল জমি জবর দখল করার পায়তারা করছে। আমি আমার ভোগদখলীয় জমি ফেরত পেতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর ছবুরের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টা আমি শুনেছি তবে এ বিষয়ে আমি এবং আমার পরিষদে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করতাম।
বিষয়টা নিয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি বিষয়টা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
- » নোয়াখালীতে বিবস্ত্র করে চিকিৎসক ও গৃহবধু নির্যাতন, গ্রেপ্তার-৫
- » জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত – ৭
- » নার্সিং কোর্স পরিচালনায় মেডিকেল টেকনোলজি বোর্ড গঠনের দাবি
- » ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ আ’লীগের ৩ বিএনপি একক
- » মোংলা পোর্ট পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ আব্দুর রহমান
- » বাগেরহাট পৌর নির্বাচনে মোট ৩৬ জনের মনোনায়ন পত্র জমা
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে মনোনায়ন পত্র জমা দিলেন তালুকদার রিনা সুলতানা
- » ব্যাপক ভোটার উপস্থিতি সরকার ও নির্বাচন ব্যবস্থার উপর আস্থারই বহিঃপ্রকাশ
- » কুষ্টিয়ার ৪টি পৌরসভায় ৩টিতে নৌকা, ১টিতে মশাল বিজয়ী