আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : গ্রামীণ কৃষি ফাউন্ডেশন রংপুর হেড অফিসের প্রধান সমন্বয়কারী আনিসুজ্জামান চৌধুরীর তত্ত¡াবধায়নে গ্রামীণ কৃষি ফাউন্ডেশন দিনাজপুর এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার সুশান্ত কুমার বিশ্বাস এর নেতৃত্বে এবং সংশ্লিষ্ট ইউনিট ম্যানেজারের সহযোগিতায় গরীব ও অসহায় সদস্য/সদস্যাদের মাঝে ত্রাণ, শিশু খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার দিনব্যাপী দিনাজপুর এরিয়ার ৬ টি ইউনিটের মধ্যে বিরল ইউনিট হতে ২০ জন সদস্য, দিনাজপুর সদর ইউনিট হতে ২৩ জন সদস্য, পাঁচবাড়ী ইউনিট হতে ২২ জন সদস্য, আমবাড়ী ইউনিট হতে ১৯ জন সদস্য, পার্বতীপুর ইউনিট হতে ২০ জন সদস্য এবং বোচাগঞ্জ ইউনিট হতে ২০ জন সদস্যসহ সর্বমোট ৬ টি ইউনিট অফিসের ১২৪ জন সদস্য/সদস্যার মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী জন প্রতি ৮ কেজি চাল, ডাল ১ কেজি, পেয়াজ ৫০০ গ্রাম, আলু ৩ কেজি, লবন ৫০০ গ্রাম, মরিচ ৫০০ গ্রাম, তেল হাফ লিটার এবং একটি করে সাবান অসহায় ও দরিদ্র সদস্য/সদস্যার মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ৬ টি অফিসে ১৭০০ মাস্ক সদস্য ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। উল্লেখ্য, ৫ জন শিশুকে ১০ কেজি গুড়ো দুধ প্রদান করা হয়।
এ সময় রংপুর হেড অফিসের প্রধান সমন্বয়কারী আনিসুজ্জামান চৌধুরী ও দিনাজপুর এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার সুশান্ত কুমার বিশ্বাসসহ ইউনিট ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মঠবাড়িয়ায় চাঁদা না দেয়ায় ভাঙারী ব্যবসায়ীর গুদাম ঘরে অগ্নি সংযোগ ॥ থানায় জিডি
- » আশাশুনিতে প্রতিপক্ষ তুলসিগংদের হামলায় ফিরোজসহ রক্তাক্ত জখম-৪
- » মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলা করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা ॥ নিন্দার ঝড়
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় বীনা ও রিংকু কাউন্সিলর পদে নির্বাচিত
- » তেঁতুলিয়ায় টাকা আত্মসাতে আওয়ামীলীগ নেতা তরিকুলসহ আরো ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা চলমান
- » মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা -সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার
- » ডুমুরিয়ায় অবৈধ বালু বেডের লবনাক্ত পানিতে হুমকির মুখে বোরো আবাদ
- » রাঙ্গাবালীর কোড়ালীয়া এ্যাডভেঞ্জার-১১ লঞ্চে হামলা ভাংচুর সহ আহাত একাধিক!
- » কেশবপুর পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থী সহ ৬৫ জনের মনোনয়ন পত্র জমা
- » সেজু ভূইয়াকে চাপরতলা ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী।