ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ষাটোর্ধ হাসান শেখ ও পুত্র ইব্রাহিম শেখ (২২) নামের দু’জন গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার উপজেলার চুকনগর বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত দু’জনই ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় আহত’র পবিার থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার চাকুন্দিয়া এলাকার ইজিবাইক চালক হাসান শেখের সাথে দক্ষিন চুকনগর এলাকার মঈনুর গাজীর দীর্ঘদিন যাবত পূর্ব শত্রæতা চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে হাসান শেখ ঘটনাস্থলে পৌঁছালে মঈনুর, আমিনুর,লিটু গাজী সহ ৩/৪জন লোহার রড,লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে তার উপর হামলা চালায়। এতে মাথা ফেটে সে গুরুতর জখম হয়।খবর শুনে হাসানের ছেলে ইব্রাহিম (২২) ঘটাস্থলে পৌঁছালে তার উপরও হামলা চালানো হয়। এতে তার একটি কান কেটে গুরুতর জখম হয়ে পড়ে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় শনিবার থেকে বোরো ধান সংগ্রহ শুরু : সুবিধার আওতায় শতকরা ৮জন কৃষক
এস রফিক , ডুমুরিয়া : ডুমুরিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ প্রকল্পের আওতায় আগামী শনিবার থেকে সরাসরি কৃষকের নিকট থেকে ২৬ টাকা কেজি মূল্যে ধান ক্রয় করা হবে।তবে শতকরা ৮ জন কৃষক এ সুবিধার আওতায় আসছে বলে জানা গেছে।গত মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত ডিজিটাল লটারী শেষে এ সিন্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন জানান উপজেলায় তালিকাভূক্ত ৩৬ হাজার কৃষক চলতি ইরি বোরো মৌসুমে ২১ হাজার ২ শত ৫ হেক্টর জমিতে বোরো আবাদ করেছে।যার লক্ষ্যমাত্রা ছিল ১ লক্ষ ২৭ হাজার ২শত ৩০ মেট্রিক টন।এ বছর বাম্পার ফলন হওয়ায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে অধিক ধান উৎপাদন হয়েছে।এ থেকে মাত্র ২হাজার ৮শত ৯৯ মেট্রিকটন ধান ২৬ টাকা কেজি দরে সংগ্রহ করবে উপজেলা খাদ্য অধিদপ্তর। যা কৃষকের চাহিদার তুলনায় অতিকম হওয়ায় ডিজিটাল লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা লিটন কুমার বিশ্বাস জানান,উপজেলা ধান,চাল ক্রয় কমিটি,জনপ্রতিনিধি,সাংবাদিক,কৃষক প্রতিনিধিসহ স্থানীয়দের উপস্থিতিতে ডিজিটাল লটারী প্রক্রিয়ায় ৩৬ হাজার কৃষকের মধ্যে ২হাজার ৮শত ৯৯জন কৃষক নির্বাচিত হয়েছে। নির্বাচিত কৃষকরা আগামী শনিবার থেকে শুরু করে ৩১ আগষ্ট পর্যন্ত ২৬ টাকা কেজি দরে খাদ্য গুদামে ধান সরাসরি বিক্রি করতে পারবে।এছাড়া আগামী সোমবার থেকে আনুষ্ঠানিক ভাবে চাল সংগ্রহ শুরু হবে। এতে ৩৬ টাকা কেজি দরে ২হাজার ৩শত ৫৭ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।এজন্য ৪১জন মিলার নির্বাচিত হয়েছে।তবে সরকারী উদ্দ্যোগে ধান ও চাল সংগ্রহের পরিমান ও মূল্য নির্ধারনে খুশি নই, এমনটি উল্লেখ করে শোভনার ইলিয়াজ সরদার,বক্কার শেখ,বরাতিয়ার নজরুল মোড়ল,সাঈদ শেখ,খর্ণিয়ার হানিফ শেখ,সিরাজুল মোড়ল সহ অনেকেই বলেন,খোলা বাজারে যেখানে ধানের মূল্য ৯শত টাকা মন সেখানে সরকার নির্ধারিত মূল্য মাত্র ১হাজার ৪০ টাকা তাতে কি এমন লাভ হবে ? তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, শতকরা মাত্র ৮জন কৃষক যদি গুদামে ধান বিক্রির সুযোগ পায় তাহলে বাকি ৯২জন কৃষক কোথায় যাবে ? সকল কৃষকের কথা মাথায় রেখে ধান,চাল ক্রয় কর্মসূচী গ্রহন করলে সকল কৃষকই উপকৃত ও উৎসাহীত হত। আগামীতে শতভাগ কৃষক যেন এ সুবিধার আওতায় আসতে পারে এমন মন্তব্য ও আশাবাদ ব্যক্ত করে যথার্থ মহলের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- » কুষ্টিয়া সীমান্তে মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি
- » র্যাব ও বন বিভাগের অভিযানে বাঘের চামড়াসহ এক চোরা শিকারি আটক
- » কলাপাড়ায় গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
- » কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান নাসির ও তাঁর দুই স্ত্রীরসহ ১১ টি ব্যাংক হিসাব জব্দ
- » নোয়াখালীতে বিবস্ত্র করে চিকিৎসক ও গৃহবধু নির্যাতন, গ্রেপ্তার-৫
- » জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত – ৭
- » গাইবান্ধা পৌরসভায় পুলিশের গাড়িতে আগুন
- » পুলিশের অভিযানে চোর ডাকাত গ্রেপ্তার,জনতার মাঝে অনেকটা স্বস্তির নিঃশ্বাস।
- » আশাশুনিতে রোপনকৃত ৫০টি গাঁজা গাছসহ এক পুজারী আটক