বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় ক্রেতা সেজে কাপড়ের দোকানে চুরি করতে যাওয়া তিন পেশাদার মহিলা চোরকে হাতে নাতে আটক করেছে বাজারের ব্যবসায়ীরা। তাৎক্ষনিক তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, শনিবার সকাল ১১ টার দিকে তিন মহিলা ক্রেতার বেশ ধারণ করে চুরির উদ্দেশে বুধহাটা বাজারের আছাফুর মার্কেটে অবস্থিত ব্যবসায়ী আহাদুর রহমানের সিট কাপড় ও গার্মেন্টেস’র দোকান ‘মদিনা ফ্যাশনে’ যায়। এসময় তাদের মধ্যে দু’জন কাপড় দেখতে থাকে আর অন্য জন বিক্রেতার চোখ ফাঁকি দিয়ে থান কাপড়ের একটি রোল বোরখার মধ্যে নিয়ে পালাচ্ছিল। মার্কেটের অন্য ব্যসায়ীরা ঘটনা দেখে ফেলে তাকেসহ তিনজনকেই হাতে নাতে ধরে ফেলে। আটককৃতরা হলো, সাতক্ষীরা সদরের কাশেমপুর গ্রামের কামাল হোসেনের স্ত্রী পলি খাতুন (২৮) ও তার বোন জলি খাতুন (২০) এবং একই গ্রামের খলিলের স্ত্রী ফরিদা খাতুন (৪০)। মার্কেটের ব্যবসায়ী বিসমিল্লাহ বস্ত্রালয়ের মালিক শহিদ হাসান জানান আগের দিন শুক্রবার আমার দোকানে ও বাজারের রিতু বস্ত্রালয়ে ওই তিন মহিলা এসেছিলো এবং দুই দোকান থেকে কাপড়ের রোল চুরি হয়ে যায় যেটা সেদিন ধরা পড়েনি। আবার বাজারে ওই তিন মহিলাকে দেখে সন্দেহ হলে তাদের গতিবিধির উপর নজর রাখতে থাকি এবং ওই দোকান থেকে কাপড় চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরে ফেলি। আটককৃতদের জনরোষ থেকে বাঁচাতে ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ তাদেরকে নিজেদের জিম্মায় নিয়ে পরে আশাশুনি থানা পুলিশে সোপর্দ করে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » নোয়াখালীতে বিবস্ত্র করে চিকিৎসক ও গৃহবধু নির্যাতন, গ্রেপ্তার-৫
- » জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত – ৭
- » গাইবান্ধা পৌরসভায় পুলিশের গাড়িতে আগুন
- » পুলিশের অভিযানে চোর ডাকাত গ্রেপ্তার,জনতার মাঝে অনেকটা স্বস্তির নিঃশ্বাস।
- » আশাশুনিতে রোপনকৃত ৫০টি গাঁজা গাছসহ এক পুজারী আটক
- » মান্দায় ভূট্রার ক্ষেত থেকে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার
- » সুন্দরগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
- » বাগেরহাটে সুপারি বাগান থেকে মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার
- » মোংলায় কিশোরীকে আটকে রেখে ধর্ষণ ও পতিতাবৃত্তিতে বাধ্য করায় আটক ৪
- » কেশবপুরে ভ্রাম্যমান আদালতে ২ মিষ্টি দোকানকে জরিমানা