মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলাধীন আটোয়ারী উপজেলার মির্জাপুর বাজারে এক দোকানের সামনে ইশারন নেছা(৯৫) কে ফেলে গেছেন তার সন্তানেরা। এতে দোকানে বসে কাঁদছে ৯৫ বছর বয়সী বৃদ্ধা ইশারন নেছা।
০৭ মে/২০২০ এমন ঘটনা ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী থানার মির্জাপুর ইউনিয়নের পাখরতলা গ্রামে। কারণ কোন সন্তানই তার দেখভালের দায়িত্ব নেয়নি। করোনা ভাইরাসের এমন মহামারীর পরিস্থিতিতে সন্তানেরা বাড়ি থেকে বের করে দিয়েছে তার বৃদ্ধা মাকে। বৃদ্ধার এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ বিষয়টি পঞ্চগড় পুি¬শ সুপারকে অবহিত করেন। জেলা পুলিশের আদেশে দ্রুত আটোয়ারী থানা পুি¬শ ঘটনাস্থলে পৌঁছান।
এরপর মির্জাপুর বাজারের মাদ্রাসার বারান্দা থেকে বৃদ্ধা ইশারন নেছাকে উদ্ধার করে তার মেয়ে আজিমা বেগমের বাড়িতে তুলে দেন পুি¬শ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসখানেক আগে পিছঁলে পড়ে পায়ে আঘাত পেয়ে প্রায় অচল হয়ে পড়েন ইশারন নেছা।
অতঃপর ইশারন নেছাকে তার মেয়ের বাড়িতে তুলে দেয়ার পর ০৮ মে/২০২০ পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি ইশারন নেছার কাছে পৌঁছে দেয়।
এ সময় পুলিশ বৃদ্ধা ইশারন নেছার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার আশ্বাস দেয়।
এ বিষয়ে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, বৃদ্ধা মহিলা ইশারন নেছা তার মেয়ে আজিমা বেগমের বাড়িতে বসবাস করতেন। তার মেয়ের ছেলে/মেয়েরা ইশারন নেছাকে ঘর থেকে বের করে দেয়। তাছাড়া ইশারন নেছার দুই সৎ ছেলে রয়েছে তারাও তার দেখভালের দায়িত্ব পালন করছেননা। এমনকি তার এক সৎ ছেলে কৌশল খাটিয়ে তার কাছ থেকে তার জমা-জমি দলিল করে নেয়।
এছাড়া তিনি আরোও জানান, পুি¬শ সুপার মহোদয়ের পক্ষে আমি ইশারন নেছাকে উপহার সামগ্রী দেয়ার পর তার মেয়ে আজিমাকে পূনরায় তার সাথে এ ধরনের ঘটনা ঘটালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বিশ্বের সেরা তিন রাষ্ট্রপ্রধানের একজন শেখ হাসিনা : সেতুমন্ত্রী
- » নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই
- » স্কুল-কলেজ খুলে দেওয়ার উসকানি যারা দিচ্ছে, তারা জাতির শত্রু: আমু
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্ত্বে এসে জমে উঠেছে ব্যাপক প্রচার প্রচারনা
- » জামালপুরে শিক্ষকের কাছ থেকে চাঁদানেওয়ায়র মামলায় কলেজ অধ্যক্ষকের দুই বছরের কারাদণ্ড
- » সুন্দরগঞ্জে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার-২
- » নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ
- » মঠবাড়িয়ায় কঙ্কালের ডিএনএ থেকে আড়াই বছর পর হত্যা রহস্য উদঘটন ॥ গ্রেপ্তার ২
- » এলাকায় শোকের ছায়া ইঁদুর মারার ফাঁদে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু!!
- » রামগঞ্জে অগ্নিকান্ডে ১৭ ঘর ভস্মিভূত!!