আশাশুনি প্রতিনিধি : আশাশুনির পল্লীতে সুদের টাকা না পেয়ে চড়া দরের সুদখোর অসহায় ঋণ গ্রহীতাকে আচমকা মারপিট ও বাচুরসহ গাভী ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। আহত ঋণ গ্রহীতা উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের জোনাব মোল্যার পুত্র অসহায় নজরুল মোল্যা (৪৮) হাসপাতালে চিকিৎসাধীন অবসস্থায় জানান, তার স্ত্রী গত ৪ মাস পূর্বে পার্শ্ববর্তী ছহিল উদ্দিন মোল্যার পুত্র পেশাদার সুদখোর মাষ্টার মফিজুল মোল্যার (৪০) নিকট থেকে ১০ হাজার টাকা ঋণ গ্রহন করে। কথা ছিল কাহকে বলতে পারবে না এবং প্রতি মাসে ৮% হারে সুদ প্রদান করতে হবে। অসহায় নজরুল মোল্যা সে টাকা দিয়ে এক টুকরা জমি চাষ ও পালার জন্য ছাগল ক্রয় করে। এরই মধ্যে শুরু হলো মহামারি করোনা ভাইরাস-১৯। কোন কাজ কর্ম না করতে পারায় অসহায় নজরুল মোল্যা ১০ হাজার টাকার ৮% হারে মাসিক ৮০০ টাকা করে দু’মাসের ১৬০০ টাকা সুদ গুনতে ব্যর্থ হয় নজরুল মোল্যা। ফলে ক্ষিপ্ত হয়ে সুদখোর মাষ্টার মফিজুল মোল্যা প্রথমে বুধবার ইফতার পূর্ব সন্ধ্যায় নজরুল মোল্যার বাড়ী যেয়ে না পেয়ে স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তার স্বামী নজরুল মোল্যা বিলে গরু আনতে গেছে, সেখানে যেয়ে তাগাদা করেন বলে বিদায় করে। সাথে সাথে সুদখোর মাষ্টার মফিজুল মোল্যা তার স্ত্রী ছাদিয়াকে সাথে নিয়ে বিলে যেয়ে নজরুলের দায়িত্বে থাকা তার বোনের গাভীসহ বাচুর ছিনতাই করে নিয়ে যেতে থাকে। নজরুল টের পেয়ে বাঁধা দিতে গেলে তাকে মফিজুল মোল্যা ও তার স্ত্রী ছাদিয়া লাঠি দিয়ে মারপিট ও কিলঘুষি দিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে তারা গরু ও নজরুলকে ফেলে রেখে হুমকি দিতে দিতে চলে যায়। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে নজরুলের পরিবার সূত্রে জানাগেছে। অসহায় ভ‚ক্তভোগী নজরুলের পরিবারসহ এলাকার সচেতন মহল এলাকা ধ্বংসকারী পেশাদার সুদখোর মাষ্টার মফিজুল মোল্যার হাত থেকে রেহায় পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » প্রখ্যাত শমিকলীগ নেতা শেখ শহিদুল হকের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ
- » আশাশুনির কল্যাণপুরে গুচ্ছগ্রাম পরিদর্শন করেছেন ইউএনও
- » কমলনগরে খাদ্যে ভেজাল রোধের লক্ষে মতবিনিময়
- » কুয়াকাটায় সাঁতার কাটতে গিয়ে পর্যটকের মৃত্যু
- » সাপাহারে রক্তদাতা সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়নে শীতবস্ত্র বিতরণ
- » সুন্দরগঞ্জে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনের গণবিজ্ঞপ্তি
- » ভান্ডারিয়ায় সড়কে প্রাণ গেল ট্রলি ট্রাক চালকের
- » কেশবপুরে মাঘের হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত
- » দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদকের মৃত্যুতে লোহাগড়ায় শোকসভা
- » কালীগঞ্জে অসুস্থ্য শিশু সাজিমের চিকিৎসায় পাশে দাড়ালেন সাংসদ কন্যা ডরিন