মোস্তফা মহসিন,(নোয়াখালী): নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে জেলার বেগমগঞ্জে এক যুবক ও সেনবাগে এক মাদ্রাসাছাত্রী। এছাড়াও নতুন করে আরো ৫ জন আক্রান্ত সহ জেলায় মোট আক্রান্ত ১৬। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় আক্রান্ত ৭জন।জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষনা চলমান থাকলেও তা অনেকেই মানছেনা, এতে করে প্রতিদিন জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা স্বপন (২৬), সে চৌমুহনীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে চাকুরী করতেন। জ্বও,শর্দি, কাশি নিয়ে গত ৫দিন আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে স্বপন মারা যায়। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্রগ্রামে পাঠানো হয়েছে। অপরদিকে, নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রবিবার সকাল ৭টায় নানার বাড়ীতে সামিয়া আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। লকডাউন করা হয়েছে তার নানার বাড়ী। বাড়ীটিতে ১৫টি পরিবারে সদস্য রয়েছে ৬৬জন। রবিবার দুপুর ১টার দিকে বাড়ীটি লকডাউন ঘোষনা করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার। মৃত সামিয়া আক্তার বেগমগঞ্জ উপজেলার লাউতলী এলাকার ওমান প্রবাসী শহিদ উল্যার মেয়ে। সোমবার সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আরো ৫জন আক্রান্তসহ জেলায় মোট ১৬জন করোনায় আক্রান্ত। নতুন আক্রান্ত ৫জনের মধ্যে দুইজনই চৌমুহনী বাজারের তাহেরা মেডিক্যাল হল নামক ওষুধ দোকানের ম্যানেজার ও কর্মচারী। একজনের বাড়ী বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ও আরেকজনের বাড়ী সোনাইমুড়ী উপজেলার অম্বনগর ইউনিয়নে।ওষুধ দোকানটি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।এতে করে চৌমুহনী শহরের ব্যাবসায়ীসহ জনমনে আতংক ছড়িয়ে পড়ে। বাকি তিন জনের মধ্যে দুজন হাতিয়া উপজেলার। তাদের মধ্যে একজন জেলা আইসোলেশনে কাজ করে। অপরজন সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের করিমপুর গ্রামেরবাসিন্দা, সে সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » পিরোজপুরে ২ যুবলীগ নেতার হাত-পা ভেঙেছে সন্ত্রাসীরা
- » কুষ্টিয়ায় জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের দায়ে স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা
- » র্যাব ও বন বিভাগের অভিযানে বাঘের চামড়াসহ এক চোরা শিকারি আটক
- » কলাপাড়ায় গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
- » ভান্ডারিয়ায় অপহৃতা মাদ্রাসা ছাত্রী উদ্ধার ; অপহরনকারী গ্রেফতার
- » ঝিনাইদহে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- » লোহাগড়ায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
- » ঝিনাইদহে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- » কালীগঞ্জের ইউপি চেয়ারম্যান নাসির ও তাঁর দুই স্ত্রীরসহ ১১ টি ব্যাংক হিসাব জব্দ
- » সাংবাদিক হাফিজের বাসায় ককটেল বিস্ফোরনের ঘটনায় বাংরাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের তীব্র প্রতিবাদ