ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সাবেক এমপি ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সাথে কালীগঞ্জ হাসপাতালের আরো একজন নার্স সহ মঙ্গলবার কালীগঞ্জে ২ জন করোন আক্রান্ত হল। আক্রান্ত সাবেক এমপির আড়পাড়াস্থ বাসভবন ও শহরের ফয়লা গ্রামে আক্রান্ত নার্সের বাড়ী লকডাউন করা সহ তাদের পাশর্^বর্তী আরো কয়েকটি বাড়ী লকডাউনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে কালীগঞ্জ উপজেলাতে মোট ৮ জন করোনায় আক্রান্ত হল।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর কর্মকর্তা ডাঃ শামিমা শিরিন লুবনা জানান, মঙ্গলবার কালীগঞ্জে এক সাবেক এমপি ও তার হাসপাতালের এ নার্সের করোনা পজেটিভ ধরা পড়েছে। গত দু-সপ্তাহ আগে হাসপাতালের এক ডেন্টাল সার্জন করোনায় আক্রান্ত হলে তার কাছে চিকিৎসা নেওয়া সাবেক এমপি ও হাসপাতালের কয়েকজন ষ্টাফ এর করোনা পরিক্ষার জন্য নমুনা যবিপ্রবিতে পাঠানো হয়েছিল। মঙ্গলবার আসা ঝিনাইদহে করোনার রেজাল্টের মধ্যে কালীগঞ্জে ওই দু-জনের প্রজেটিভ রেজাল্ট এসেছে। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই দুই জনের বাড়ি লকডাউন ও তাদের পাশর্^বর্তী আরো ৫ টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি সূবর্ণা রানী সাহা জানান, গত কয়েকদিন পর নতুন করে কালীগঞ্জে একজন জনপ্রতিনিধি ও একজন স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ ধরা পড়েছে। তিনি প্রশাসনের টিমকে আক্রান্তদের বাড়িতে পাঠাচ্ছেন। তারা ওই দুটি বাড়ি সহ তাদের পাশর্^বর্তী কয়েকটি বাড়ি লকডাউন করবেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মানুষকে রক্ষায় ডিজিটাল আইন, মুশতাকের মৃত্যু অনভিপ্রেত : তথ্যমন্ত্রী
- » সম্বর্ধনায় সিক্ত নড়াইলের নব নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা
- » এই মৃত্যু কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- » সাংবাদিক লিটনের রোগমুক্তি কামনায় বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দোয়া মাহফিল অুনষ্ঠিত
- » বিশ্বের সেরা তিন রাষ্ট্রপ্রধানের একজন শেখ হাসিনা : সেতুমন্ত্রী
- » নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই
- » স্কুল-কলেজ খুলে দেওয়ার উসকানি যারা দিচ্ছে, তারা জাতির শত্রু: আমু
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্ত্বে এসে জমে উঠেছে ব্যাপক প্রচার প্রচারনা
- » জামালপুরে শিক্ষকের কাছ থেকে চাঁদানেওয়ায়র মামলায় কলেজ অধ্যক্ষকের দুই বছরের কারাদণ্ড
- » সুন্দরগঞ্জে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার-২