ডেস্ক রিপোর্ট : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৭ জনে।এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৯ হাজার ৪৫৫ জন।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুজন। তারা ঢাকার বাইরের।এখন পর্যন্ত এক হাজার ৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানান ডা. নাসিমা।প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সরকার করোনায় মধ্যেও সরকার অর্থনীতির চাকা সচল রেখেছেন : আওরঙ্গজেব কামাল
- » মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচনি সহিংসতায় কাউন্সিলর প্রার্থীসহ নারীসহ আহত- ৮
- » ঢাকার বর্তমান ও সাবেক মেয়রের বাকবিতান্ডা দলকে সু-সংগঠিত করবে- এলজিআরডি মন্ত্রী
- » ভোটের দুদিন আগে করোনায় সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যু
- » শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নির্মান শ্রমিক ৬ জন নিহত,গুরতর আহত-৩
- » কলাপাড়ায় মেয়র পদে বিএনপি’র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার
- » শেখ হাসিনা কিছু তৈরী করে দেখিয়েছেন, আওয়ামীলীগ সরকার যা বলে, তাই করে : এবিএম মোস্তাকিম।
- » কয়েকটি সংবাদপত্রে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এমন শিরোনাম ভুলভাবে প্রকাশিত
- » খুলনা নগরীর বিভিন্ন রুটে গণপরিবহন(বাস) চালু ও কেডিএ-এর ভাঙ্গা সড়ক সংস্কারের দাবী
- » নাটের গুরু নোয়াখালীর ডিসি: ওবায়দুল কাদেরের ভাই