ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের মহামারীর মধ্যে এক ধর্মীয় নেতার জানাজায় বিপুল জনসমাগম নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এখানে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বলে মনে করি।রোববার কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে মন্ত্রী এ কথা বলেন।ধর্মীয় নেতাদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, ‘এ ধরনের জমায়েত পরিহার করুন। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের জমায়েত খুবই ক্ষতিকর।তিনি বলেন, শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজায় হাজার হাজার মানুষ শরিক হয়েছে। এই সময়ে এ ধরনের জমায়েত খুবই ক্ষতি হয়েছে। আশঙ্কা করি, অনেক লোক এখান থেকে হয়তবা আক্রান্ত হয়েছে। এই ধরনের দায়িত্বহীন কাজ হওয়া উচিত হয়নি। এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।বিভিন্ন জেলায় আক্রান্তদের বিশ্লেষণে জানা যায়, সবাই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরাই মূলত সারাদেশে করোনাভাইরাস ছড়িয়েছে। এখনও তারা বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে এই কাজ করছে।’ এক্ষেত্রে প্রশাসনের বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।জনসমাগমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় হাজার হাজার মানুষ খেলাফত মজলিসের নেতা মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় অংশ নেন।সেখানে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে গিয়ে মানুষ যোগ দেয়। মানুষের ভিড় মাদ্রাসার সীমানা ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে পৌঁছায়।কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ এই আয়োজন ঠেকাতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ৬০ পৌরসভায় দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে
- » সরকারের সঠিক সিন্ধান্তে করোনার মধ্যেও শিক্ষা ব্যবস্থা সচল রয়েছে : চেয়ারম্যান বিএসডব্লিইএফ
- » সরকার করোনায় মধ্যেও সরকার অর্থনীতির চাকা সচল রেখেছেন : আওরঙ্গজেব কামাল
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে বাকী তালুকদারের মনোনয়ন পত্র জমা
- » মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে যাচ্ছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী
- » মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচনি সহিংসতায় কাউন্সিলর প্রার্থীসহ নারীসহ আহত- ৮
- » শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যার ৫ ঘন্টা পর অপর প্রার্থীর লাশ উদ্ধার
- » জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- » শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাই খুন, ৫ ঘণ্টা পর মিলল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লাশ
- » ভোটের দুদিন আগে করোনায় সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যু