খুলনা থেকে শেখ আব্দুল মজিদ : খুলনা জেলা পরিষদ কর্তক জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডের ঘরে থাকা অসহায় হতদরিদ্রদের মাঝে “করোনা” ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় খুলনা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ এর নির্দেশনা অনুসারে ত্রান সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহন হয়। ত্রান সহায়তা কার্যক্রম চলমান রাখার জন্য সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষনার মধ্যেও ০৪/০৪/২০২০ খ্রিঃ হতে ০৬/০৪/২০২০খ্রিঃ তারিখ পর্যন্ত সকাল ০৯.০০ টা হতে বিকাল ০৪.০০ টা পর্যন্ত অফিস খোলা রাখা হয়। ত্রান কার্যক্রম গ্রহনের লক্ষ্যে গত ০৪/০৪/২০২০ খ্রিঃ তারিখ বেলা ১১.০০ টায় জেলা পরিষদের এক জরুরী সভা আহবানের মধ্য দিয়ে ত্রান কার্যক্রমের কর্মপরিধি নির্ধারন করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক “করোনা” ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় খুলনা জেলা পরিষদের সাধারন ওয়ার্ড ১৫টি এবং সংরক্ষিত ওয়ার্ড ০৫টি সর্বমোট (১৫+০৫)= ২০ টি ওয়ার্ডে ৩০০টি পরিবার করে মোট ৬০০০ পরিবার এবং সমগ্র জেলা ব্যাপী চেয়ারম্যান মহোদয়ের জন্য ১০০০ পরিবার, সব মিলিয়ে সর্বমোট (৬০০০ + ১০০০)= ৭০০০ ঘরে থাকা হতদরিদ্র প্রতি পরিবারের জন্য এককালীন ০৫ কেজি চাউল, ০২ কেজি আলু, ০১ কেজি মুশুরির ডাল, ০১ কেজি/৫০০ গ্রাম ভৈজ্য তেল ও ৫০০ গ্রাম পেঁয়াজ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে/হচ্ছে।
ত্রান বিতরণের পূর্বে করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে ২২০০ পিচ সাবান, ১৮০ পিচ হ্যান্ড ওয়াস এবং ১০১০০ পিচ মাস্ক বিতরনের কার্যক্রম গ্রহন করা হয়। একই সাথে জনসাধারণকে সতর্ক করার জন্য ১৫০০০ লিফলেট বিতরণসহ খুলনা জেলার সদরসহ সকল উপজেলায় ০৮ দিন ব্যাপি মাইকিং এর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ও ১৫টি ওয়ার্ডের মোট ১৯জন সদস্যদের মাধ্যমে স্ব স্ব ওয়ার্ডে ত্রান বিতরণের কার্যক্রম পরিচালনা করছেন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
- » রামগঞ্জ পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় এগিয়ে আ.লীগ!!
- » পায়রা বন্দরের ৭৫ কিমি দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বজায় রাখতে জরুরি রক্ষণাবেক্ষন ড্রেজিং উদ্বোধন
- » মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে যাচ্ছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী
- » নাসিরনগর গোয়ালনগরে মোটর সাইকেল চালকদের কাছে অসহায় এলাকাবাসী
- » জামালপুরের সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালো চাচা ভাতিজা
- » কালীগঞ্জে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে জনগনের অকল্যাণ করে রাতারাতি উধাও ”জনকল্যাণ ফাউন্ডেশন
- » সরকারি নির্দেশনা মানছে না কালীগঞ্জ ডক্টর’স প্রাইভেট হাসপাতাল অজ্ঞান ডাক্তার ছাড়াই চলছে অপারেশন
- » কুষ্টিয়াসহ বন্ধ ঘোষিত ৬টি চিনিকল চালুর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
- » রামগঞ্জ পৌরসভায় স্থানীয়দের মাঝে কৌতূহল চলছে পরিবার কেন্দ্রীক নির্বাচনী লড়াই!!