সাহিন মামুন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ করোনায় দিন আনা দিন খাওয়া অসহায় দুঃস্থ কর্মহীন ২৫ দিনমজুর পরিবারের মাঝে যশোরের শার্শায় খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।শুক্রুবার (১৭ এপ্রিল) বিকালে এ খাদ্য সামগ্রী বিতরন করেন শার্শা কৃতি সন্তান লেফটেন্যাট কর্ণেল রাকিকুল হাসান।উপজেলার বাগআঁচড়ার ঘোষপাড়ায় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল এই খাদ্যদ্রব্য বিতরণের উদ্বোধন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক একবাল হাসান তুতুল, যুবলীগ নেতা রিয়াজ পারভেজ টিটু, খাইরুল আলম দুষ্টু, বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু প্রমুখ।এসময় চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতিমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং যার যার ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। আর সরকারের এ নির্দেশনার প্রতি একাত্না ঘোষণা করে নিজেদেরকে গৃহবন্দী করে ফেলেছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। আর এসব মানুষের প্রতি সহমর্মিতা অনুভব করে শার্শার কৃতি সন্তান লেফটেন্যাট কর্ণেল রাকিবুল হাসান নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় দিনমজুর পরিবারের জন্য এ খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেছেন এ জন্য এলাকার মানুষের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান।এসময় সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান চেয়ারম্যান ইলিয়াজ কবির বকুল।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মঠবাড়িয়ায় চাঁদা না দেয়ায় ভাঙারী ব্যবসায়ীর গুদাম ঘরে অগ্নি সংযোগ ॥ থানায় জিডি
- » আশাশুনিতে প্রতিপক্ষ তুলসিগংদের হামলায় ফিরোজসহ রক্তাক্ত জখম-৪
- » মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলা করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা ॥ নিন্দার ঝড়
- » কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় বীনা ও রিংকু কাউন্সিলর পদে নির্বাচিত
- » তেঁতুলিয়ায় টাকা আত্মসাতে আওয়ামীলীগ নেতা তরিকুলসহ আরো ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা চলমান
- » মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা -সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার
- » ডুমুরিয়ায় অবৈধ বালু বেডের লবনাক্ত পানিতে হুমকির মুখে বোরো আবাদ
- » রাঙ্গাবালীর কোড়ালীয়া এ্যাডভেঞ্জার-১১ লঞ্চে হামলা ভাংচুর সহ আহাত একাধিক!
- » কেশবপুর পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থী সহ ৬৫ জনের মনোনয়ন পত্র জমা
- » সেজু ভূইয়াকে চাপরতলা ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী।