চম্পক কুমার, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে প্রথম ২জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ২ ব্যক্তি নারায়নগঞ্জ ফেরত ও কালাই উপজেলার জিন্দারপুর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তাদেরকে আক্কেলপুরের হেল্থ ইন্সটিটিউট আইসোলেশন বিভাগে পাঠানো হয়েছে। এদিকে জেলা প্রশাসন বৃহস্পতিবার রাত ১০টা থেকে জয়পুরহাট জেলা লকডাউন ঘোষনা করেছে।এ ব্যাপারে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রিয়াদ বলেন, করোনা পজেটিভ হওয়া ২ ব্যক্তি জ্বর, সর্দি, কাশি নিয়ে দুই দিন আগে চিকিৎসা নিতে আসলে তাদের নমুনা নিয়ে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে নমুনার পজেটিভ রেজাল্ট আসে। তারপর স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিমসহ উপজেলা প্রশাসনকে অবগত করার পর তারা ব্যবস্থা নিয়েছে।কালাই উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন বলেন, গত কয়েক দিন আগে নারায়ানগঞ্জ থেকে আক্রান্ত ২ ব্যক্তি তাদের নিজ বাড়ি কালাইয়ের জিন্দারপুরে আসে। তারপর থেকে তাদের হোম কোয়ারেন্টানে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে ঐ ২ ব্যক্তির করোনার পজেটিভ রেজাল্টের খবর পেয়ে মেডিকেল টিমসহ তাদের বাড়িতে গিয়ে আক্কেলপুরের হেল্থ ইন্সটিটিউট আইসোলেশন বিভাগে তাদের পাঠানো হয়েছে ও তাদের পরিবাবের সদস্যদেরও ঐ আইসোলেশন বিভাগের কোয়ারেন্টানে রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন সেলিম মিয়া বলেন, জয়পুরহাটে এ পর্যন্ত ১৩৫ জনে নমুনা পরিক্ষা করার জন্য পাঠানো হয়েছিল তাদের মধ্যে আগে ৬৫ জন ও বৃহস্পতিবার ২২ জন মোট ৮৭ জনের নমুনা রেজাল্টা এসেছে। তাদের মধ্যে ৮৫ জনের নমুনার রেজাল্ট নেগেটিভ ও ২ জনে রেজাল্ট পজেটিভ। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ১০টা থেকে জয়পুরহাট জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা মোকাবেলায় এ জেলা লকডাউন করে সবোর্চ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » আমরা অসহায় শ্রমিকদের পাশে ছিলাম আছি এবং থাকবো : এ্যাড.মাহবুবুর রহমান ইসমাইল
- » গবেষণা ছাড়া কোনো অর্জন সম্ভব না : প্রধানমন্ত্রী
- » সুন্দরগঞ্জে ২’শ ৭২ পরিবারকে গৃহ প্রদান
- » প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের ঘর নিয়ে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা : বাগেরহাট জেলা প্রশাসক
- » নতুন কূটনৈতিক জোন তৈরি হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী
- » চৌমুহনী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর ইশতেহার ঘোষনা
- » এক সতীনকে জেতাতে তিন সতীনের প্রচারণা
- » সাংবাদিক হাফিজের বাসায় ককটেল বিস্ফোরনের ঘটনায় বাংরাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের তীব্র প্রতিবাদ
- » বিনা প্রতিদ্বন্দীতায় জয়ের পথে তিন কাউন্সিল বাগেরহাটে মেয়র পদে লড়বেন দুই জন
- » মোংলা পোর্ট পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ আব্দুর রহমান