ওমর ফারুক,নওগাঁ জেলা প্রতিনিধিঃদেশজুড়ে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বিএবডিএ উপপ্রকৌলী মোঃলতিফুর রহমান বৃহস্পতিবার (১৬ এপ্রিল)১১টার সময় আত্রাই উপজেলার আহসাগঞ্জ ইউনিয়নের সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ চত্বরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রতিরোধে সরকারের পক্ষ থেকে আহসাগঞ্জ ইউনিয়নের ,৭,৮ ও ৯নং ওয়ার্ডের ৮২ পরিবারের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় বিএবডিএ উপপ্রকৌলী মোঃলতিফুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপের কারণে করোনাভাইরাস আজ কিছুটা হলেও নিয়ন্ত্রণে।নওগাঁ জেলা লকডাউন তাই করোনাভাইরাস প্রতিরোধে আত্রাই থেকে কোন অবস্থাতেই মানুষকে বের হতে দেওয়া হবেনা এবং প্রবেশ করতে দেওয়া হবেনা।তিনি আরো বলেন,আত্রাই উপজেলা লকডাউন হওয়ায় অসহায় গরীব মানুষের জীবন আজ বিপন্ন,যে সকল মানুষ এখনও সরকারি সহায়তা পায়নি এবং বিশেষভাবে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ, যারা জনসম্মুখে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচবোধ করেন তাদের এ ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআক্কাছ আলী বলেন, লুকোচুরির মাধ্যমে জনসমাগম করে নিজের জীবনকে বিপন্ন করবেন না,অন্যের জীবনকে বিপদের দিকে ঠেলে দিবেন না।আসুন সবাই সচেতন হই, সামাজিক দুরত্ব বজায় রাখতে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করি করোনাভাইরাস সংক্রমণরোধে শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত করা সকলের দায়িত্ব। দূরত্ব বজায় রেখে নিজেকে নিরাপদ রাখতে হবে এবং অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করতে হবে। বাইরে বের না হয়ে ঘরে থাকতে হবে। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।আহসাগঞ্জ ইউনিয়ন৭নং ওয়ার্ড সদস্য মোঃ নাজির উদ্দিন বলেন,বাংলাদেশ করোনা ভাইরাস মোকাবেলার জন্য সরকার অনেক কর্মসূচি হাতে নিয়েছে।গ্রামে গ্রামে ত্রাণ বিতরণ অব্যহত আছে।আমরা সকলে দেশের স্বার্থে সচেতন হই। সরকারি বিধি নিষেধ মেনে চলি।আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তায়ন অফিস সহায়ক মোঃ মুশফিকুর রহমান উপজেলা ৯নং ওয়ার্ড সদস্য মোঃরহমান সরদার ,৮নং ওয়ার্ড সদস্য মোঃকায়েসন উদ্দিন,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ঝিনাইদহে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- » শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
- » রামগঞ্জ পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় এগিয়ে আ.লীগ!!
- » পায়রা বন্দরের ৭৫ কিমি দীর্ঘ রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বজায় রাখতে জরুরি রক্ষণাবেক্ষন ড্রেজিং উদ্বোধন
- » মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রে যাচ্ছে ইভিএম, কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী
- » নাসিরনগর গোয়ালনগরে মোটর সাইকেল চালকদের কাছে অসহায় এলাকাবাসী
- » জামালপুরের সরিষাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ হারালো চাচা ভাতিজা
- » কালীগঞ্জে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে জনগনের অকল্যাণ করে রাতারাতি উধাও ”জনকল্যাণ ফাউন্ডেশন
- » সরকারি নির্দেশনা মানছে না কালীগঞ্জ ডক্টর’স প্রাইভেট হাসপাতাল অজ্ঞান ডাক্তার ছাড়াই চলছে অপারেশন
- » কুষ্টিয়াসহ বন্ধ ঘোষিত ৬টি চিনিকল চালুর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ