ডেস্ক রিপোর্ট : ঘরে বসেই ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য দলের সব স্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সৃষ্ট সংকটের কারণে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিত মা-বোন, মুক্তিযুদ্ধের সব সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ঘরে বসেই ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য আওয়ামী লীগের সব স্তরের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।তিনি বলেন, করোনা প্রতিরোধ যুদ্ধে সামনে থেকে যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা জীবনবাজি রেখে সেবা প্রদান করে চলেছেন- ঐতিহাসিক মুজিবনগর দিবসে তাদের সবাইকে সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা।ওবায়দুল কাদের বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের কোনো প্রতিষেধক বা প্রতিকার না থাকায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাই একমাত্র উত্তম পন্থা।মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঘরে ঘরে স্বাধীনতার দুর্গ গড়ে তুলেছিল উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রতিরোধে প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে পারলে জয় আমাদের হবেই। বাংলাদেশের সব মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বে আমরা মারাত্মক করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে সক্ষম হব।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সরকার করোনায় মধ্যেও সরকার অর্থনীতির চাকা সচল রেখেছেন : আওরঙ্গজেব কামাল
- » মোংলা পোর্ট পৌরসভায় নির্বাচনি সহিংসতায় কাউন্সিলর প্রার্থীসহ নারীসহ আহত- ৮
- » ঢাকার বর্তমান ও সাবেক মেয়রের বাকবিতান্ডা দলকে সু-সংগঠিত করবে- এলজিআরডি মন্ত্রী
- » ভোটের দুদিন আগে করোনায় সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যু
- » শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নির্মান শ্রমিক ৬ জন নিহত,গুরতর আহত-৩
- » কলাপাড়ায় মেয়র পদে বিএনপি’র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার
- » শেখ হাসিনা কিছু তৈরী করে দেখিয়েছেন, আওয়ামীলীগ সরকার যা বলে, তাই করে : এবিএম মোস্তাকিম।
- » কয়েকটি সংবাদপত্রে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এমন শিরোনাম ভুলভাবে প্রকাশিত
- » খুলনা নগরীর বিভিন্ন রুটে গণপরিবহন(বাস) চালু ও কেডিএ-এর ভাঙ্গা সড়ক সংস্কারের দাবী
- » নাটের গুরু নোয়াখালীর ডিসি: ওবায়দুল কাদেরের ভাই