ডেস্ক রিপোট : করোনা ভাইরাসে প্রতিমুহূর্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে গোটা বিশ্বে এ প্রাণঘাতী ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১৫১ জনে।এ মহামারীর কারণে বিশ্ববাসী আজ ঘরবন্দি। চারদিক শুনশান, জনশূন্য। যেন পৃথিবী আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎ একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। খবর রয়টার্স ও বিবিসির।করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৭৪৯ জন। এটিও একদিনে আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন। এর মধ্যে ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।এ ছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ৬ লাখ ৫ হাজার ৫২১ জনের অবস্থা সাধারণ। ৩২ হাজার ৮৯৮ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। ইতালিতে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ১২ হাজার ৪২৮ জন। স্পেনে মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৪৬৪ জন।যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬৭ জনের। চীনে ৩ হাজার ৩০৫ জন। ফ্রান্সে ৩ হাজার ৫২৩ জন। ইরানে ২ হাজার ৮৯৮ জন। যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে।এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলাব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে।বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে।যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রুপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৭২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮৯ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছে এক হাজার ৫৫০ জন।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ওবায়দুল কাদেরের রক্তচক্ষুকে ভয় করি না: কাদের মির্জা
- » চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে : সেতুমন্ত্রী
- » দেশের অর্থনীতি প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
- » ঢাকায় মশা অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে : স্থানীয় সরকারমন্ত্রী
- » টিকা ব্যবস্থাপনা নিয়েও অপপ্রচার করছে বিএনপি : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
- » একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না : প্রধানমন্ত্রী
- » প্রথম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৭০ হাজার পরিবার পেলেন পাকা বাড়ি
- » মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ
- » ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান শুরু
- » সন্ত্রাস-জঙ্গি দমনে সরকার সফল, মাদক নির্মূলেও সফল হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী