আনোয়ারা সাহিত্য পরিষদ আসাপ ‘র ২৪ তম অনলাইন সাহিত্যাসর সম্পন্ন

নূরুন্নবী আলী
বীর বাঙালীর সব আন্দোলন সংগ্রাম , ভাষা আন্দোলন , স্বাধিকার আন্দোলন ও মুক্তি সংগ্রামে তারও পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কবিতার শাণিত ছোঁয়া ছিল । যেমন , কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি / আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী / মোরা একটি ফুল কে বাঁচাবো বলে যুদ্ধ করি ।। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারী উৎযাপন কি একদিনেই সীমাবদ্ধ থাকবে ? প্রশ্ন টি বার বার উচ্চারিত হয় । আমরা আনোয়ারা সাহিত্য পরিষদ আসাপ সারা বছর আমাদের মায়ের ভাষা বাংলা ভাষার বর্ণ শব্দের খেলায় মগ্ন থাকি ! একুশের মাসের শেষ দিনে ২৮ ফেব্রুয়ারী আসাপে’র ২৪ তম অনলাইন সাহিত্যাসর পৃথিবীর নানা দেশের নবীণ প্রবীণ সাহিত্যপ্রেমীদের অনলাইন সাহিত্য আড্ডায় মূখরিত ছিল । নূরুন্নবী আলী ‘ র সঞ্চালনায় দিনের শুরুতে বাংলাদেশ হতে মোজাম্মেল হক হিমালয় * দিনযাপন * ছড়া দিয়ে বর্ণমালার শুভযাত্রা তারপর একে একে ছন্দে বর্ণে কাব্যের বর্ণীল সাজে সজ্জিত হয়ে সারা দিনরাত ব্যাপী চলে আসাপে’ র অনলাইন সাহিত্য আড্ডা । কবি ছড়াকার লেখকদের সেতুবন্ধন আসাপে’ র এবারের আয়োজনে কবিতা , ছড়া ছোট গল্প , অনুগল্প , প্রবন্ধ , গ্রন্থালোচনা , সম সাময়িক বাংলাদেশ প্রসঙ্গ ও একুশের চেতনা প্রাধান্য পায় । যেমন :
মোজাম্মেল হক হিমালয় – দিনযাপন
কবি খালেদ সরফুদ্দীন – আবোল তাবোল
মোহাম্মদ মোরশেদ হোসেন – আইয়ো ভালা অই
মৌলানা মফজল আহমদ – প্রাণের চেয়ে প্রিয় আনোয়ারা
মাহফুজুল আলম খান – করাত
আলী আকবর হিমু – জাদুর ফুল
নূরুন্নবী আলী – বায়ান্ন কার জন্য ?
সালাউদ্দিন আহমেদ জুয়েল – সভ্যতা
আতিকুর রহমান ওয়ালিদ – প্রবাসীর পীড়া
প্রকৌশলী ছলিম আল আনোয়ার – শেষ চাওয়া
রফিক আহমদ খান – হৃদয়জুড়ে বাংলাদেশ
নওশাদ আলী – নিশি রাতের জোৎস্না
আবদুল মালেক চৌধুরী – আমাদের পাঠশালা
মোহাম্মদ করিম – বর্তমান হালচাল
ইকবাল – নতুন করে লেখা
মুখোশ মানুষ – নওশাদ আলী
প্রকৌশলী ছলিম আল আনোয়ার – তুই মনে রাখিস
মাজহারুল আলম তিতুমির – হলুদ খামে দোয়েল পাখি
প্রকৌশলী ছলিম আল আনোয়ার – বাবার কথা
রেজাউল করিম সাজ্জাদ – মিনার
মোহাম্মদ ইফতেখার হোসেন – আহ্লাদ
মোহাম্মদ ইরফান – রক্তে লেখা চুক্তি
মোজাম্মেল হক হিমালয় – ভাষার মাস বিদায়
ফয়সাল হোসেন অপি – মানব সেবায় তরুণ সমাজ
ইমদাদুল হক সজীব – স্মৃতিময় ২১
এবারের আসরে আসাপে’র তরুণ লেখক ছড়াকার মাহফুজুল আলম খানের ঢাকা বাংলা একাডেমি বইমেলায় দ্বিতীয় গল্পগ্রন্থ * জোৎস্না ও একটি রাতের গল্প * প্রকাশিত হওয়ায় লেখক কে অভিনন্দন জানানো হয় । বরাবরের মত প্রবীণ কবি সাহিত্যিক লেখকগণ নিজের লেখা ছাড়াও অন্যান্য লেখার উপর কাব্যিক আলোচনা ও সমালোচনায় অংশ নেন । আসরে নানা মন্তব্যে উৎসাহ দিয়ে সরব ছিলেন অন্যান্যের মধ্যে কবি জসিম মেহবুব , সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ , এডভোকেট শফিউল ইসলাম খান , লেখক নুরুল আনোয়ার ইমরান , স্যার দ্বীপাল চন্দ্র , ফোরকান উদ্দিন ফরহাদ , আবদুল আজিজ , মোহাম্মদ পারভেজ , জাহেদুল আহসান , হাসান , জালাল , মেজবাহ উদ্দীন আহমেদ , নুরুল আলম খান মনজুর , গোলাম রব্বানী , মোহাম্মদ ইদ্রিস , মোহাম্মদ ইরফান মোহাম্মদ জাকারিয়া , নজরুল ইসলাম, ইলিয়াস সরকার প্রমুখ ।