নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার উন্নয়নের রূপকার ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব মরহুম এম, মহবুবউজ্জামানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জিরোপয়েন্ট মুক্তমঞ্চে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আ: জলিলের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শামসুল আলম শাহ চৌধুরী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডা: ময়নুল হক দুলদুল, রাজশাহী কলেজের সাবেক উপাধাক্ষ্য প্রফেসর আল-ফারুক চৌধুরী, বনিক সমিতির সভাপতি মতিউর রহমান, শিক্ষানুরাগী আলহাজ্ব নরুল হক মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান আ: রশিদ, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবু এরফান আলী প্রমুখ। স্মরণ সভাটি সঞ্চালনা করেন প্রভাষক রাজু আহম্মেদ। এ সময় সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ ও জামান নগর বালিকা বিদ্যালয়ের ছাত্রী, সৃষ্টি একাডেমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র-ছাত্রী সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন মসজিদে মিলাদ ও দোওয়া মাহফিল করা হয়।
Comments
Powered by Facebook Comments
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ডুমুরিয়ার রুদাঘরা ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ আ’লীগের ৩ বিএনপি একক
- » মোংলা পোর্ট পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী শেখ আব্দুর রহমান
- » বাগেরহাট পৌর নির্বাচনে মোট ৩৬ জনের মনোনায়ন পত্র জমা
- » বাগেরহাট পৌরসভা নির্বাচনে মনোনায়ন পত্র জমা দিলেন তালুকদার রিনা সুলতানা
- » ব্যাপক ভোটার উপস্থিতি সরকার ও নির্বাচন ব্যবস্থার উপর আস্থারই বহিঃপ্রকাশ
- » কুষ্টিয়ার ৪টি পৌরসভায় ৩টিতে নৌকা, ১টিতে মশাল বিজয়ী
- » শৈলকুপা পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী
- » সাভার পৌরসভার মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত আওয়ামীলীগ প্রার্থী
- » নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থীর জয়
- » নাটোরে ৩ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী