থাড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিতে যাচ্ছে দ. কোরিয়া
প্রকাশিত: ২৮-০২-২০১৭, সময়: ০৬:২৪ |
খবর > আন্তর্জাতিক

দ. কোরিয়া দেশটির প্রতিরক্ষা নিরাপত্তা বৃদ্ধিতে এবার থার্ড মিসাইল প্রতিরক্ষা কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছে। সোমবার আন্তর্জাতিক মহলের সঙ্গে দেশটির একটি চুক্তি বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে একথা জানান, দ. কোরিয়ার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।
এরআগে প্রতিবেশী দেশ উ. কোরিয়ার এ ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। ফলে এ ব্যবস্থা কার্যকর হলে এখন থেকে দ. কোরিয়াও দাবি করতে পারবে, যে তারা স্বল্প, মধ্য ও দূরপাল্লার যেকোনো ব্যালাস্টিক মিসাইল আক্রমণ ঠেকিয়ে দিতে সক্ষম।
সম্প্রতি আন্তর্জাতিক কনগ্লোমিরেট লোটে’র সঙ্গে দ. কোরিয়ার এক চুক্তির ফলে দেশটির মিলিটারির সক্ষমতা বৃদ্ধিতে এই ধরণের প্রতিরক্ষা বাস্তবায়নের পথ সুগম হয়ে যায়।