আদনান হত্যা : আরো ৩ তরুণ গ্রেফতার
প্রকাশিত: ০৯-০৩-২০১৭, সময়: ০৫:১৬ |
খবর > আলোচিত খবর / জাতীয়

বাংলাদেশ মেইল রিপোর্ট : রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে আরো ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুর ও উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রাজিব (২০), শাকিল সরকার (১৯) ও ফখরুল ইসলাম শ্রাবন (২০)।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন বলেন, গ্রেফতার হওয়া ৩ তরুণকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনান কবীর খুন হয়। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা করেন।
আদনান হত্যায় জড়িত সন্দেহে ইতিমধ্যে বেশ কয়েকজন কিশোর-তরুণ গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবিরকে খেলার মাঠে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষ। চিকিৎসার জন্য তাকে উত্তরা লুবানা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।