পটিয়ায় আগুনে ৮ বসতঘর পুড়ে ছাই
প্রকাশিত: ০৭-০৩-২০১৭, সময়: ০৬:৪৮ |
খবর > শীর্ষ সংবাদ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ চনহরা ৩ নম্বর ওয়ার্ড নুর মোহাম্মদ মেম্বার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণধীর দত্ত জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের একটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটজন মালিকের আটটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিস প্রায় বিশ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। আর বৈদ্যুতিক গোলযোগ থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।